প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগÑচট্টগ্রাম মহানগরের যৌথ আয়োজনে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সীতাকু- উপজেলাধীন ২নং বারইঢালা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পশ্চিম জাফরনগরের বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান চৌধুরীর বাগানবাড়িতে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এই মিলনমেলায় উপস্থিত থাকবেন।
উক্ত মিলনমেলায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. হাসান মুরাদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।