সোমবার-২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ-১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : লালন সংগীত শিল্পীদের সংগঠন” লালন পরিষদ’ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় রবিবার সন্ধ্যায় নগরীর লালখানবাজার¯’ ডিভাইন ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বেতার ও টিভি শিল্পীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গীরিজা রাজবর, পরিচালক লালব্রতী দীলিপ বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লুপর্ণা মূৎসূর্দ্দী লোপা, অর্থ সম্পাদক সুকুমার দে, সাধু সৎসঙ্গ প্রতিনিধি মঈনুল ইসলাম মনি, আইন বিষয়ক সম্পাদক এম এ কাদের, সাংস্কৃতিক সম্পাদক সৃজন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধামা দাশ সুজন, লালন পরিষদের সদস্য কাকুলী দাশগুপ্ত, বেবী মজুমদার নুপুর, লক্ষী দও, শ্যামল দও, অনিকেত রাজু প্রমুখ। লালন সাঁইজির প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যালয় উদ্বোধন করার পর লালন সংগীতের মাধ্যমে ভাব প্রকাশ করেন গীরিজা রাজবর, লালব্রতী দিলীপ বড়ুয়া, লুপর্ণা মুৎসুদ্দী লোপাসহ শিল্পীরা।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম অঞ্চলে এতোদিন লালন সংগীত শিল্পীদের কোন ঠিকানা ছিল না, লালন শিল্প এবং ভক্তরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় একে অপরের প্রতি যোগাযোগের কোন মাধ্যম ছিল না। এ সংগঠনের মাধ্যমে লালন ফকিরকে যারা মনে প্রানে ভালবাসে এবং বুকে ধারণ করে তাদের সাথে আত্মার বন্ধন সৃষ্টি হবে। এছাড়াও  লালন পরিষদের  মাধ্যমে লালন সাঁইজির চিন্তা ধারা ভাব প্রকাশ সংগীতের মাধ্যমে সারা চট্টগ্রামের পাশাপাশি দেশ বিদেশে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype