
প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম টেলিভিশন শিল্পী সমিতি র সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ এর নেতৃত্ব একটি প্রতিনিধি দল বিটিভির জি এম নূর আনোয়ার হোসেন এর সাথে সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন ,ইতিহাস৭১.টিভি ও ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া ,সংগীত পরিচালক দেবরাজ দত্ত ডেবিট ,অক্টোপেড বাঁধক সঞ্জয় দাস ,তবলা শিল্পী সাইদুল হক, সঙ্গীত শিল্পী অর্পিতা রায়, সঙ্গীত শিল্পী প্রিয়াংকা দাশ, সংগীতশিল্পী দিল আফরোজ প্রমুখ ।
এসময় জিএম কে সমিতির পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং শিল্পীদের সকল প্রকার সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন জিএম নূর আনোয়ার হোসেন ।