
অনলাইন ডেস্ক : সবশেষ ২০১৪ সালে কোপা দেল রে জিতেছিল রিয়াল। এরপর আর কোনোদিন ফাইনালেই উঠতে পারেনি তারা। দুই সপ্তাহ আগে যেখানে হারতে হয়েছিল, সেখানেই আরেকটি পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা ছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু বদলি নামা দানি কেবায়োসের চমৎকার পারফরম্যান্সে ৩-২ গোলে শেষ ষোলো জিতলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
চতুর্থ মিনিটে দূরের পোস্ট দিয়ে ভলিতে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন এতিয়েন্নে কাপো। প্রথমার্ধে দাপট দেখিয়ে তারা ৪১ মিনিটে আরেকটি গোল আদায় করে নেয়। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জেরার্ড মরেনো স্যামুয়েল চুকভুয়েজেকে খুঁজে পান। নাইজেরিয়ান উইঙ্গার কোনাকুনি শটে জাল কাঁপান।
৫৬ মিনিটে কেবায়োস বেঞ্চ থেকে মাঠে নেমে রিয়ালের সব গোলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসার এক মিনিট পর দারুণ থ্রু বলে ভিনিসিউস জুনিয়রকে দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল করান। ১২ মিনিট পর তার ক্রসে করিম বেনজেমার উঁচু থেকে নেওয়া হেড গোলকিপার ফিলিপ জর্গেনসেন ফিরিয়ে দেন, কিন্তু এডার মিলিতাও ফিরতি শটে ২-২ করেন। ৮৬ মিনিটে বক্সের মধ্যে থেকে নিখুঁত নিচু শটে রিয়ালকে জেতান।
দুই সপ্তাহ আগে ভিয়ারিয়ালের কাছে লা লিগায় ২-১ গোলে হেরেছিল রিয়াল। এই রবিবার স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারে বার্সার কাছে। আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে পেতে জয়ের বিকল্প কিছু ছিল না তাদের সামনে।