শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অন্যের গর্ভ ভাড়া করতে হয়েছিল কেন, জানালেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : এক বছর আগের কথা। ২০২২ সালের জানুয়ারি মাসে মা হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং বাবা নিক জোনাস। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। তারপর কম বিতর্ক হয়নি। কেউ কেউ মন্তব্য করেন, সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার থেকে মা না হওয়া অনেক ভাল। কিন্তু এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের এক বছর পর ভাঙলেন নীরবতা।

সত্যি কেন সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমার অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। আমি ভাগ্যবতী যে আমার সেই ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের জীবনের সবচেয়ে অমূল্য ধনকে সযত্নে রাখার জন্য।”

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে এই সুখবর সকলকে দেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছিলেন, “আমরা আনন্দসহকারে সকলকে জানাতে চাই আমাদের মেয়ে হয়েছে সারোগেসির মাধ্যমে। এই মুহূর্তে নিজের পরিবারকে নিয়ে একান্ত সময় কাটাতে চাই।” সূত্র: পিপল, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype