
রতন বড়ুয়া , চট্টগ্রাম : রাউজানে শীতকালীন সবজির বাম্পার ফলন লোকমান আনছারী রাউজান প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। সারি সারি শীতকালীন সবজির ক্ষেতে সবজির বাম্পার ফলনই বলে দেয় কৃষকের মুখে হাসি।কৃষকদের মাঠ এখন শীতকালীন সব্জি তে সাজানো এক সবুজ বিপ্লব। কৃষকরা সকাল সন্ধ্যা পরিচর্যা আর বিকিনিতে ব্যস্ত সময় পাড় করছেন। শীত মৌসুমি এ সবজি আবাদে বাম্পার ফলনে কৃষকরা ব্যাপক লাভবান হবেন এমনটাই প্রত্যাশা করছেন। কৃষকের ক্ষেতগুলোতে ফুলকপি, বাঁধাকপি, শালগম, বেগুন, মুলা, লাউ, মিষ্টি কোমড়া, বাদাম, সরিষা, বেগুন, টমেটো, ভুট্টো, সীমসহ নানা জাতের সব্জি এবং নিচু জমিতে লাগানো হয়েছে কচু।
রাউজান পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে কমপক্ষে শতাধিক গ্রামের চিত্র এখন এমনটাই।পুরুষের পাশাপাশি ক্ষেতে কাজ করছেন অসংখ্য নারীরাও। স্থানীয় কৃষকরা জানিয়েছেন সরকারের দেয়া উন্নত বীজ ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বহুমুখি সহায়তায় বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে এবার অনেক পতিত জমিতে সব্জি ক্ষেত হয়েছে। উল্লেখ্য গত শনিবার খাসখালী খালের পাড়ে সব্জি ক্ষেত পরিদর্শন করতে গিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।এসময় তিনি শীতকালীন সব্জির ব্যাপক ফলন দেখে কৃষকাদের প্রশংসা করে কৃষকদের সাথে সব্জি ক্ষেতে ছবি তোলেন।
এরপর শরীফ পাড়া কৃষকদের আইপিএম ক্লাবের নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন। কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, এবার রাউজানের প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় ১২শত ৭০হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। এরমধ্যে রাউজান শরীফ পাড়া এলাকায় কাসখালী খালের দু’পাড়ে ৪০ একর জমিতে অর্ধশতাধিক কৃষক সবজি চাষ করেছেন।
কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করছেন জৈব সার কীটনাশক ব্যবহারের পরিবর্তে মাঠে মাঠে বসিয়েছেন ক্ষতিকারক পোকা মারার ফাঁদ। তিনি আরও বলেন,আমারা কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এ জন্য প্রতিটি ইউনিয়নে কৃষি কর্মকর্তা ও কর্মচারিরা কাজ করে যাচ্ছেন।আমরা বিভিন্ন সময় কৃষি প্রণোদনা ও কৃষি পূনর্বাসন প্রকল্পের আওতায় সরিষা বীজ, ভুট্টা বীজ,গম বীজ,ডিএপি ও এমওপি সার কৃষকদের সরবরাহ করে থাকি।পাশাপাশি স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ধরনের সবজি অসহায় মানুষের মাঝে বিতরণ করে থাকেন।