সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানের উরকিরচরে টেইলার্সের দোকানে আগুন , বের করতে পারেনি কিছুই

রাউজান প্রতিনিধি : রাউজান প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মাইজ্জা মিয়ার ঘাটা এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৩ দোকানের ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার (১৮ জানুয়ারি ) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাইজ্জা মিয়ার ঘাটার পশ্চিম পাশে বদিউল আলমের মালিকাধীন বদিউল আলম মার্কেটের খাজা টেইলার্সের একটি দোকান ও দুইটি গুদামে বিভিন্ন সামগ্রি স্টক রাখতেন। প্রতিদিনের ন্যায় তারা রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান

। সকাল সাড়ে ৬ টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোন ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হলে ৩টি দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। নৈশ প্রহরী ও পাশের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন পানি দিয়ে নিভানোর চেষ্টা করে। অপরদিকে এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে একটি দোকান ও দুই গুদামের সব মালামাল পুড়ে ভস্মীভুত হয়ে যায়। দোকানের মালিক কামালের ধারণা আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম জানান দোকান ও গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খাজা টেইলার্সের স্বত্বাধিকারী কামাল আরো জানান, তিনি দোকান ও গোডাউন মঙ্গলবার রাতে বন্ধ করে বাড়ি চলে যান। সকাল সাড়ে ৬ টার দিকে লোকজনের চিৎকার শুনে দৌড়ে দোকানে গিয়ে দেখেন দোকান দাউ দাউ করে জ্বলছে। তিনি সবেমাত্র আগামী ঈদের মালামাল তুলেছেন।

এছাড়া গোডাউনে ও দোকানে থাকা বড় থান কাপড়,বিভিন্ন কাস্টমারের অর্ডার নেওয়া কাপড়,টেইলার্সের বড় বড় সেলাই মেশিন সহ অন্য মালামাল মিলে সব মালামাল পুড়ে গেছে।এখন কামাল পুরোপুরি নিঃস্ব হয়ে পথে বসেছে। কামাল এই প্রতিবেদককে জানান,গত কিছুদিন আগে স্থানীয় এক এনজিও সংস্থা থেকে লোন নিয়ে মালামাল গুলো কিনেছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ী কামাল স্থানীয় বিত্তশালীদের নিকট সহযোগীতা কামনা করেছেন।আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও গোডাউন সরেজমিনে দেখতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ছুটে আসেন এবং রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype