শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

রাউজানে আইসোলেশন সেন্টার নির্মাণে মা ও শিশু হাসপাতালের রেজিস্টার্ড’র সাথে উদ্যোক্তাদের সাক্ষাৎ

রাউজানে আইসোলেশন সেন্টার নির্মাণে মা ও শিশু হাসপাতালের রেজিস্টার্ড’র সাথে উদ্যোক্তাদের সাক্ষাৎ

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম
——————————————————————–
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম পির জ্যেষ্ট সন্তান,তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করার কাজ শুরু হয়েছে।১৬ জুন মঙ্গলবার রাতে এই ব্যাপারে  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিস্টার্ড এবং পাইওনিয়র হাসপাতালের চেয়ারম্যান  ডা.ফজলে করিম বাবুল এর সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। উনার সার্বিক সহযোগিতায় ডাক্তার,নার্সের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি উনি নিজেও আমাদের সাথে আইসোলেশন সেন্টারটিতে কাজ করে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমরা করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় এই যুদ্ধের সম্মুখভাগের এই যোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ডাক্তারের সাথে সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান ৩নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগ’র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম উত্তর জেলা  ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,’সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামস,যুগ্ম আহবায়ক আহমেদ সৈয়্যদ,রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ)’র সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দীন সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype