শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিজয় দিবস উপলক্ষে জেনারেল হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক :  মহান বিজয় দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি। প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল-এর সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ মুহাম্মদ শওকত আল-আমিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- সিনিয়র কনসালটেন্ট গাইনী ডা. রওশন আরা বেগম, সিনিয়র কনসালটেন্ট অর্থোসার্জারী ডা. অজয় দাশ, জুনিয়র কনসালটেন্ট শিশু ডা. মাহমুদা ইসলাম, মেডিকেল অফিসার ডা. পলাশ কান্তি কর, হিসাব রক্ষণ কর্মকর্তা নাসিরুদ্দিন খালেদ, সিনিয়র স্টাফ নার্স দীপংকর রুদ্র, হারবাল এ্যাসিসটেন্ট জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আলহাজ্ব শওকত আল-আমিন ওসমানী, ত্রিপিটক পাঠ করেন জুনিয়র কনসালটেন্ট ডা. ঝুলন বড়ুয়া, বাইবেল পাঠ করেন স্টাফ নার্স মারিয়া গোমেজ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন পরিসংখ্যানবিদ শওকত আল-আমিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype