অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি। প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল-এর সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ মুহাম্মদ শওকত আল-আমিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- সিনিয়র কনসালটেন্ট গাইনী ডা. রওশন আরা বেগম, সিনিয়র কনসালটেন্ট অর্থোসার্জারী ডা. অজয় দাশ, জুনিয়র কনসালটেন্ট শিশু ডা. মাহমুদা ইসলাম, মেডিকেল অফিসার ডা. পলাশ কান্তি কর, হিসাব রক্ষণ কর্মকর্তা নাসিরুদ্দিন খালেদ, সিনিয়র স্টাফ নার্স দীপংকর রুদ্র, হারবাল এ্যাসিসটেন্ট জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আলহাজ্ব শওকত আল-আমিন ওসমানী, ত্রিপিটক পাঠ করেন জুনিয়র কনসালটেন্ট ডা. ঝুলন বড়ুয়া, বাইবেল পাঠ করেন স্টাফ নার্স মারিয়া গোমেজ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন পরিসংখ্যানবিদ শওকত আল-আমিন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.