
খাগড়াছড়িসংবাদদাতা
খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি ইউনিয়নে চম্পাঘাট নামক ত্রিপুরা পল্লীর অখন্ড মন্ডলী উপাসনালয়ে গতকাল ত্রিপুরা সনাতনী গীতা সংঘের শাখা কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে কমিটিতে অলেন্দ্র লাল ত্রিপুরাকে সভাপতি এবং মিলনেশ্বর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির পরিষেবা মেনেই এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক রূপক কুমার ত্রিপুরা সদস্য এসএম অনন্ত বিকাশ ত্রিপুরা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক বরণ ত্রিপুরা সহকারী শিক্ষক দিগন্ত প্রসাদ ত্রিপুরা সহকারী শিক্ষক তপু ত্রিপুরা সহ এলাকার নানা পেশার শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। গীতার আলো সর্বত্র জ্বালো এই শ্লোগানকে ধারণ করে ত্রিপুরা সনাতনী গীতা সংঘ দেশের দুর্গম এলাকায় অবহেলিত অসহায় শ্রেণীর মানুষের মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা ত্রিপুরা সমাজের কুসংস্কার ও কু-সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষার্থে নানা সামাজিক ও ধর্মীয় শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছিল। সময় নতুন কমিটি সদস্যবৃন্দদের হাতে পবিত্র গীতা গ্রন্থ তুলে দিয়ে শপথ বাক্য পড়ানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব দিতে হবে উল্লেখ করে গীতা শিক্ষা গুরুত্ব উপর আলোচনা করা হয় এবং গীতা শিক্ষায় অনুসরণ করে সাধারণ ও সৎ জীবন যাপনের পরামর্শ দেওয়া হয়।