রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের নতুন তারিখ ৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক :   আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের নতুন তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ ঠিক করা হয়েছিল। পরে তা ৮-৯ তারিখ নির্ধারণ করা হয়েছিল। এবার সেই তারিখ পরিবর্তন করে ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

২০১৮ সালের ১১ মে ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয়। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এক বছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর জ্যেষ্ঠতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype