সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

স্মরনকালের সেরা জনসমুদ্রে রুপ নিবে চট্টগ্রামের মহাসমাবেশ- হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রেস বিজ্ঞপ্তি  ঃ আগামী ৪ঠা ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে গণসংযোগ, প্রচারণা ও পথসভা আজ (২৪-১১-২০২২) বেলা ৪ ঘটিকার সময় এনায়েতবাজার থেকে শুরু হয়ে তিন পুল, নিউমার্কেট কোতায়ালী, সিনেমা প্যালেস হয়ে ডি.সি হিল এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির সভাপতিত্বে প্রচারণা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন, আগামী ৪টা ডিসেম্ভর পলোগ্রাউন্ড মাঠের জন সমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরী হয়েছে।দেশের সার্বিক খাতে অভূতপূর্ব উন্নয়নে দেশবাসীর মাঝে যে আস্হা জননেত্রী শেখ হাসিনা অর্জন করেছে তার অন্যতম প্রমাণ বহন করবে চট্টগ্রামের জনসভা। এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র। পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ,মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, রকিবুল ইসলাম সেলিম,মেহেদী হাসান,আরফাতুল করিম আসিকুন্নবী,মিজানুর রহমান মিজান, জিএস আমিনুল করিম,মনিরুল ইসলাম, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোরশেদ, এ কে মাসুদ, বিপ্লব দাশ, মোঃ ইকবাল,মোঃ ফরিদ,শাহাদাৎ সালাম শাওন,মো সাহেদ,মুহাম্মদ আরিফ হোসেন,হায়দার আলী সাদ্দাম,ঐশিক পাল জিতু,ইমজানুল ইমু,মো ইবনুল ইভান,ইব্রাহিম রুবেল,শিহাব আলী চৌধুরী,মিনহাজ,তানভীর হোসেন,রবিউল ইসলাম রনি,সাজ্জাদুল ইসলাম সোহাগ,সায়িদ বিন আব্দুল্লাহ নাহিদ,সাদনাম সাকিব,মুশফিকুল হায়দার, গোবিন্দ দত্ত, কাজী আবদুল আজিজ রায়হান, মো মিশন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype