রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কুয়েত বৌদ্ধ সমিতির ২০২২-২০২৪ নব গঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্টান সম্পন্ন

কুয়েত প্রতিনিধি: বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের উপদেষ্টা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৪ নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্টান ১৪ অক্টোবর ২০২২ রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় কুয়েত সিটির নিউ রাজধানী হোটেলে উ‍‍সাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠান শুরুতেই পঞ্চশীল প্রার্থনা করেন সাবেক ধর্মীয় সম্পাদক উত্তম বড়ুয়া। সুমন রাজ বড়ুয়া সাবলীল উপস্থাপনায় ও উপদেষ্টা বটন বড়ুয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা-আশোক বড়ুয়া, স্বপন বড়ুয়া, নরেশ বড়ুয়া।

নবনির্বাচিত কার্যকরি কমিটি ও বিগত বিদায়ী কমিটিকে পুস্পমাল্য দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান যথাক্রমে – উওম বড়ুয়া, চন্দন বড়ুয়া, দোলন বড়ুয়া কেনী বড়ুয়া।

উদ্বোধনী ভাষণ ও বিদায়ী সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন যথাক্রমে-উপদেষ্টা উওম বড়ুয়া, বাবুল বড়ুয়া।

পূর্ণাঙ্গ কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা -অশোক বড়ুয়া।

সদ্ধর্মের অগ্রগতি ও মানবতায় আমরা বদ্ধপরিকর এই স্লোগান কে সামনে রেখে, সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি,- দুলাল কান্তি বড়ুয়া, সাধরণ সম্পাদক – মিঠুন বড়ুয়া,, সাংগঠনিক সম্পাদক – লিটন বড়ুয়া,অর্থ সম্পাদক -চন্দন বড়ুয়া,ধর্মীয় সম্পাদক – রোমেল মুৎসুদ্দি। উক্ত শপথ গ্রহন অনুষ্টানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন – বাবুল বড়ুয়া, বিজয় বড়ুয়া রয়েল বড়ুয়া প্রমুখ।

সবশেষে নব নির্বাচিত কার্যকরি কমিটির সৌজন্যে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype