
কুয়েত প্রতিনিধি: বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের উপদেষ্টা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৪ নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্টান ১৪ অক্টোবর ২০২২ রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় কুয়েত সিটির নিউ রাজধানী হোটেলে উসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শুরুতেই পঞ্চশীল প্রার্থনা করেন সাবেক ধর্মীয় সম্পাদক উত্তম বড়ুয়া। সুমন রাজ বড়ুয়া সাবলীল উপস্থাপনায় ও উপদেষ্টা বটন বড়ুয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা-আশোক বড়ুয়া, স্বপন বড়ুয়া, নরেশ বড়ুয়া।
নবনির্বাচিত কার্যকরি কমিটি ও বিগত বিদায়ী কমিটিকে পুস্পমাল্য দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান যথাক্রমে – উওম বড়ুয়া, চন্দন বড়ুয়া, দোলন বড়ুয়া কেনী বড়ুয়া।
উদ্বোধনী ভাষণ ও বিদায়ী সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন যথাক্রমে-উপদেষ্টা উওম বড়ুয়া, বাবুল বড়ুয়া।
পূর্ণাঙ্গ কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা -অশোক বড়ুয়া।
সদ্ধর্মের অগ্রগতি ও মানবতায় আমরা বদ্ধপরিকর এই স্লোগান কে সামনে রেখে, সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি,- দুলাল কান্তি বড়ুয়া, সাধরণ সম্পাদক – মিঠুন বড়ুয়া,, সাংগঠনিক সম্পাদক – লিটন বড়ুয়া,অর্থ সম্পাদক -চন্দন বড়ুয়া,ধর্মীয় সম্পাদক – রোমেল মুৎসুদ্দি। উক্ত শপথ গ্রহন অনুষ্টানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন – বাবুল বড়ুয়া, বিজয় বড়ুয়া রয়েল বড়ুয়া প্রমুখ।
সবশেষে নব নির্বাচিত কার্যকরি কমিটির সৌজন্যে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।