
আল মামুন মানিকগঞ্জ: সৎমায়ের অত্যাচার সইতে না পেরে মোঃ সবুজ মিয়া (২১) নামে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামে নিজ ঘর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোর চরবাইলজুরী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় সবুজের বাবা ও সৎমাকে পুলিশ জিঞ্জাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান। সবুজের বাবা নজরুল ইসলাম বলেন, সবুজের বিয়েকে কেন্দ্র করে ওর মায়ের সাথে কথা কাটাকাটি হয়। ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটা ইউডি মামলার প্রস্ততি চলছে।