
নিজস্ব প্রতিবেদক : নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে শ্রম আইন ও নারীর সমান অধিকার বিষয়ক এক সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়েছে ।চট্টগ্রাম মহানগরের এলজিইডি ভবনে শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেেবে উপস্থিত ছিলেন এনসিডব্লিও এর প্রেসিডেন্ট ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ।
সংগঠনের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নাজিম উদ্দিন ,নির্মান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাকির হোসেন মিটু, জাতীয় নির্মান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি আনোয়ার হোসেন, বিসিডব্লিওএলএফ এর প্রেসিডেন্ট আনোয়ার পাশা, জাতীয় নির্মান শ্রমিক ফেডারেশন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফেরদৌস জামান মুকুল শেখ, ইতিহাস৭১ডট টিভিও মাসিক ইতিহাস৭১ এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ।
এতে আরো বক্তব্য রাখেন আলমগীর হোসেন, গোলাম মোস্তফা লিটন,কাজী রুবেল এইচ এম বেলাল , মোস্তফিজুর রহমান, মনোয়ার হোসেন মেরিন, মাসুদ , সেলিম খান , শাহ আলম হাওলাদার সহ শ্রমিক নেতৃবৃন্দ ।