ডেক্স রিপোর্ট
অবশেষে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চট্টগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ উপনির্বাচন বন্ধ থাকার পর আগামী ২০ শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের নয়টি উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২০ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোঃ আশরাফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় চারটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন এবং বাকি ১১ টি ইউনিয়ন পরিষদ বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচন আগামী ২৩শে সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ২৬শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং তেসরা অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে।