প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২০, ৮:২০ পূর্বাহ্ণ
চট্টগ্রামের নয়টি উপজেলায় ১৫ টি ইউনিয়ন পরিষদে ২০ শে অক্টোবর উপনির্বাচন।

ডেক্স রিপোর্ট
অবশেষে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চট্টগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ উপনির্বাচন বন্ধ থাকার পর আগামী ২০ শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের নয়টি উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২০ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোঃ আশরাফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় চারটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন এবং বাকি ১১ টি ইউনিয়ন পরিষদ বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচন আগামী ২৩শে সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ২৬শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং তেসরা অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.