বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে-রেলমন্ত্রী

ডেক্স রিপোর্ট

রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছেন। তিনি চট্টগ্রাম-কক্সবাজার বাস্তবায়নাধীন রেললাইন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন চট্টগ্রাম কক্সবাজার রেললাইন ব্রিজ-কালভার্ট নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে এবং মাঠের কাজও প্রায় ৬০% শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন চট্টগ্রাম – কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ৩০ শে জুনের মধ্যে শেষ হবে এবং প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা হতে কক্সবাজার পর্যন্ত এ সময়ের ভিতর রেল চালু করা সম্ভব হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর অগ্রধিকার যে দশটি মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে রেলওয়ে দুইটি প্রজেক্ট রয়েছে। এর একটি দোহাজারী -কক্সবাজার ঘুমধুম পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণ।এসময় চট্টগ্রাম সার্কিট হাউসে অন্যান্য অতিথিদের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন ও রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার শাহাদাত আলী সহ পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে এবং ঢাকা যাওয়ার পথে ফেনী রেল স্টেশনে কিছুক্ষণ যাত্রাবিরতি করবেন সেখানে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জেলা প্রশাসক তাকে স্বাগতম জানাবে এবং ফেনী রেলওয়ে স্টেশনের বিভিন্ন সমস্যা মন্ত্রীকে অবহিত করবে বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype