জুবাইর ,চট্টগ্রাম
“মুজিবর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহিত এক কোটি চারা গাছ রোপনের কর্মসূচির অংশ হিসেবে ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশনের চারা বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। চট্টগ্রাম আইন কলেজ এর সাবেক অধ্যক্ষ ছালেহ আহমেদ সিদ্দিকী সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, ছালেহ – আহমেদ খুরশীদা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল যুবনেতা মোঃ নিয়াজ, মোঃ রায়হান, প্রতিধ্বনি ক্লাবের সভাপতি সমন্যু চক্রবর্তী আকাশ, সাধারন সম্পাদক রিমন দত্ত, ডাঃ সৌরভ দাশ, শুভ ঘোষ, সন্জয় দত্ত, ছোটন দাশ, মোঃ সিফাত, তাওহীদ, আরজু, সৈকত, প্রান্ত প্রমুখ। প্রধান অতিথি ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছেন তাহা সত্যিই প্রশংসার যোগ্য। চট্টগ্রাম মহানগরে জায়গার অপ্রতুলতার কারণে বড় পরিসরে চারা রোপনের ইচ্ছা থাকা সত্তে¡ও পর্যাপ্ত চারা রোপন করা যাচ্ছে না। তবে আমরা প্রত্যেক বিল্ডিং এর ছাদের উপরে টপের মধ্যে চারা রোপনের মাধ্যমে মুজিববর্ষে চারা রোপনের কর্মসূচি পালন করা হচ্ছে।