ডেক্স রিপোর্ট
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি চট্টগ্রাম মহানগরীতে আবারও ন্যায্যমূল্যে পেঁয়াজ ডাল চিনি বিক্রি শুরু করছে। আগামী রোববার থেকে ট্রাকে পুরো নগরীতে সাধারণ মানুষের মধ্যে তুলনামূলক কম দামে এসব পণ্য সামগ্রী বিক্রি শুরু করবে। এ কার্যক্রম পহেলা অক্টোবর পর্যন্ত চলবে। টিসিবি সূত্র জানিয়েছে পুরো নগরীতে দশটি ট্রাকে ভোক্তাদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা প্রতি লিটার তেল ৮০ টাকা প্রতি কেজি চিনি ৫০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি চিনি দুই কেজি ডাল ৫ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ ক্রয় করতে পারবে। চট্টগ্রাম নগরের দশটি পয়েন্টে এইসব পণ্য সামগ্রী বিক্রি করা হবে।