
মোহাম্মদ জুবাইর: শোক দিবসের মিছিলে হামলা ৬৩ জনকে নিয়ে মামলা গড়ালো আদালতে। নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় আওয়ামী লীগের মিছিলে হামলা ও কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসভবনসহ অফিসে বিএনপির নেতাকর্মী কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সোমবার বিকালে কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় শোক দিবসের শোক মিছিল বের করলে অপর দিক থেকে আসা ওয়ার্ড বিএনপির নেতা ও কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গুরুতর ভাবে আহত হয়। ক্রমাগত আক্রমনে সে সময় ভাঙচুর করা হয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস এবং তার বাসা। কাউন্সিলরের অফিস ও বাসায় ভাঙচুরের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । পরবর্তীতে থানা পুলিশের তদন্তের পর ৬৩ জনকে আসামী করে এজহার করা হয়।