
চট্টগ্রাম প্রতিনিধি: পতেঙ্গা সমুদ্র সৈকত এর দুপাশে যত দূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। তাঁদের কোলাহলে ছাপিয়ে যাচ্ছিল ঢেউয়ের গর্জন। কেউ ব্যস্ত সুসজ্জিত বাগানের ফুলের সঙ্গে মিলেমিশে ছবি তুলতে। কেউ বা বসার আসনে বিশ্রাম নিচ্ছিলেন আয়েশে। একটু নিচে নেমে সমুদ্রের বালুচরে হেঁটে বেড়াচ্ছেন।
এই পরিবেশকে আরো সৌন্দর্য ও প্রানবন্ত করে গড়ে তুলতে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এর হকার ও ক্যামরাম্যান শ্রমজীবী সমবায় সমিতির উদ্দ্যেগে পরিস্কার পরিচ্ছনতা ও বৃক্ষরোপনের কর্মসূচি শুভ উদ্বোধন করা। এই কর্মসূচি শুভ উদ্বোধন করে হকার সমিতির সভাপতি নুর মোহাম্মদ।এসময় আরো উপস্থিত ছিলেন সহ- সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, মোঃ জুবায়ের, মাসুদ করিম, মোঃ ইসমাইল, মোঃ মঞ্জুর আলম সহ সংগঠনে সদস্য বৃন্দরা। কক্সবাজার সমুদ্রসৈকত থাকতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে কেন এমন প্রশ্ন করা হয়েছিল পর্যটক দলের দুই সদস্য মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ শহীদের কাছে।
তাঁরা বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সৈকত হলেও অবকাঠামোগতভাবে তেমন উন্নয়ন হয়নি। কিন্তু কয়েক দিন আগে ফেসবুকে পতেঙ্গা সমুদ্রসৈকতের ছবি দেখে বিস্মিত হয়েছি। দর্শনার্থীদের জন্য এত সুযোগ-সুবিধা কল্পনার বাইরে ছিল। তাই চলে এলাম। সমুদ্র সৈকতের তীরে উক্ত ব্যবসায়ীরা ২৫০টি বিভিন্ন গাছ রোপন করেন এবং বলেন গাছ রোপনের ফলে তাপমাত্রা, মনোমুগ্ধকর পরিবেশ সহ সকল সুবিধা পাবে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা।