বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে বিজিবি কর্তৃক ৯৮.৫৪ ঘনফুট গাছ জব্দ

 রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ রামগড় জোন – ৪৩ বডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক বুধবার (৩১ আগস্ট) বিকালে রামগড় ১নং ইউপিস্থ ব্রতচন্দ্রপাড়া নামক এলাকা থেকে ৯৪.৫৪ ঘনফুট বিভিন্ন জাতে কনাক গোল কাঠ জব্দ করেছে বিজিবি জোয়ানরা। যার বর্তমান বাজার দর ১লাখ ১৩ হাজার ৪শত আটচল্লিশ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিননিধিকে জানান,জব্দকৃত কাঠ রামগড় বনবিটে জমা করা হয়েছে। রামগড় জোন ও ৪৩ বিজিবি পরিচালক অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি এ প্রতিনিধিকে জানান, জোনের অধীনস্থ এলাকায় সীমান্ত রক্ষার পাশাপাশি পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype