খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে গতকাল ত্রিপুরা সনাতনী গীতা সংঘের শাখার কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের সুশীল সমাজ সাধারণ নাগরিক শিক্ষার্থী বিভিন্ন পেশাজীবি মানুষের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। গতকাল সকালে ভাইবোনছরা ইউনিয়ন পরিষদ মিলনায়তন হলে এই কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। এ সময় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে প্রাথমিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি লেখক গবেষক রাষ্ট্রীয় পদকে ভূষিত প্রভাংশু ত্রিপুরা। এ সময় প্রধান অতিথি তার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গতানুগতিক সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই তাই বর্তমান এই দুঃসময়ের জন্য ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি গীতার আলো সমাজের সর্বস্তরে জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানান। এসময় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সহ- সভাপতি ও দৈনিক প্রতিদিনের চিত্র ব্যুরো প্রধান ত্রিপন জয় ত্রিপুরা সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা স্থানীয় ইউপি সদস্য কিরণবালা ত্রিপুরা ভাইবোনছড়া ইউনিয়নের ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুবল কিরণ ত্রিপুরা প্রাক্তন ইউপি সদস্য বকুল ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সহ-সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ধর্মীয় শিক্ষা সমাজকে জাতিকে তথাপি দেশকে সুশৃংখল ও নিয়মানুবর্তিতা হতে শেখায় উল্লেখ করে সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান এবং করোনাকালে স্বাস্থ্য বিধি মেনেই আরো বেশি সচেতন হয়ে চলার পাশাপাশি নতুন কমিটিকে অভিনন্দনও জানান।
Chat conversation end
Type a message…