আজ পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন সহ নানা ইসলামী সংগঠন ও মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নানা রকম কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, মিলাদ ও আলোচনা সভা। পবিত্র আশুরা এদিনটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিন। ইসলামের ইতিহাসে এ দিনটি বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে নবী মোহাম্মদ এর দৌহিত্র হুসাইন ইবনে আলী নির্মমভাবে শহীদ হয়েছিলেন। বলা হয় এই দিনে আসমান ও যমীন সৃষ্টি করা হয়েছিল। এই দিনে পৃথিবীর প্রথম মানব আদমকে সৃষ্টি করা হয়েছিল। তাই সবকিছু বিচারের দিন মুসলমানদের জন্য অত্যন্ত গৌরব ও মহামান্বিত। তবে এবছর দেশে মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণেই সব ধরনের তাজিয়া শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ অনুষ্ঠানস্থলে দা ছোরা কাচি বর্ষা বল্লম তরবারি লাঠি বহন করা এবং আতশবাজি পটকা ফুটানো উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এবারে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে।