শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের অংশগ্রহণের সুবিধার্থে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস প্রদান করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয় অনলাইন ক্লাসের জন্য যেসব শিক্ষার্থীরা ডিভাইস কেনার আর্থিক সক্ষমতা নেই তাদের স্ব-স্ব বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক এর সাথে ২৯ শে আগস্টের মধ্যে যোগাযোগ করে নাম জমা দিতে হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, বিভাগ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর সেটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জমা দিবে। এরপর সার্বিক যাচাই-বাছাই করে তাদের জন্য স্মার্ট ডিভাইস ব্যবস্থা করা হবে বলেও জানান। এর আগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী ৬ই সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype