বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এ বি এম ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় প্রার্থনা ও পূন্যদান অনুষ্ঠান

রাউজান প্রতিনিধি
আবুরখীল গ্রামবাসীর উদ্যোগে  আবুরখীল কেন্দ্রিয় বিহার মিলনায়তনে ২৬আগষ্ট২০২০ খ্রি. বুধবার সন্ধ্যা সাত’টায় রাউজান থেকে নির্বাচিত  জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিঠির সম্মানিত চেয়ারম্যান, রাউজান উপজেলার অভিভাবক,সফল রাজনীতিবিদ, গরীব-দুঃখী-মেহনতী মানুষের বন্ধু, রাউজান উন্নয়নের কান্ডারী জননেতা, জনাব এ বি এম ফজলে করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ।
অনুষ্টানে আবুরখীলের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ সহ আরো উপস্থিত ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ বাবু দুলাল কান্তি বড়ুয়া, থানা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বাবু ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, ১,২,৩ নং ওয়ার্ডের  ইউ পি সদস্যা, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসেস জয়া বড়ুয়া,২নংও ৩নং ওয়ার্ডে ইউ পি সদস্য যথাক্রমে বাবু অমিত বিজয় বড়ুয়া জুনু ও বাবু তাপস কুমার বড়ুয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদুৎ বড়ুয়া মিঠু,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবু অলকেশ বড়ুয়া তপু,সত্যজিত বড়ুয়া,বাবু বড়ুয়া,স্বদেশ বড়ুয়া,শিক্ষক সনদ বড়ুয়া,যুবনেতা সঞ্জয় বড়ুয়া,উজ্বল মুৎসুদ্দি,টিপু বড়ুয়া,বিজয় বড়ুয়া সহ আবুরখীলের ধর্মপ্রান জনসাধারন সহ সকলে উপস্থিত থেকে  রোগ মুক্তির জন্য প্রার্থনা করেন।।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype