শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে এ বি এম ফজলে করিম চৌধুরীর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

রাউজানের বারবার নির্বাচিত সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  ২৫আগষ্ট ২০২০ ইং মঙ্গলবার আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটি ও  সকল উপাসক- উপাসিকা দায়ক- দায়িকার উদ্যোগে শান্তিময় বিহার মিলনায়তন  এক বিশেষ প্রার্থনা/ পূন্যদান অনুষ্টানের আয়োজন করা হয়। শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু প্রার্থনা পরিচালনা করেন ।

প্রার্থনা/ পূন্যদান অনুষ্ঠানে শান্তিময়  বিহারের সর্বস্তরের নারী- পুরুষ সামাজিক দুরুত্ব বজায় রেখে অংশ গ্রহণ করে  জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরীর আরোগ্য কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা ও পূন্যদান সুসম্পন্ন করেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype