শুক্রবার-১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নেত্রকোণায় সাহসী ও মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত

দেলোয়ার হোসেন মাসুদ,নেত্রকোণা : নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, সাহসী ও মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হলো। সোমবার (৮ আগস্ট) সকাল ৯ টায় জেলা শহরের মোক্তার পাড়া মাঠ প্রাঙ্গনের মুক্তমঞ্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে পুষ্পস্তবক অর্পণ করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা আওয়ামীণঅগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান,প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, সামছুর রহমান ভিপি লিটন,দফতর সম্পাদক মাজারুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল, রেড ক্রিসেন্ট নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান মানিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক ভিপি মোঃ শাহীন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ রইস হাবিব খান মুক্তি, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক গাজী মোসাদ্দেক হোসেন রতন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল-কেলজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে এবং চিন্ময় তালুকদার এর সঞ্চালনায় সকাল ১০ ঘটিকায় ” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও নানাবিধ কর্ম তুলে ধরে এক আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন ৩১৭ এর সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান। উক্ত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মতিন, রেড ক্রিসেন্ট নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান লিটন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. মোখলেছুর রহমান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামসুন্নাহার বিউটি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি সহ আরো অনেকে।

আলোচনায় বক্তাগণ দেশের সকল নারীর প্রতি দেশের উন্নয়নে অবদান রাখতে নিজেদের কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের মত সাহসী, ত্যাগী, সহনশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান। উক্ত আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ  ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype