শুক্রবার-১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চীনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফের লকডাউন জারি

আন্তর্জাতিক ডেস্ক
ফের লকডাউন জারি করা হয়েছে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চীনের ‘হাওয়াই’ খ্যাত জনপ্রিয় পর্যটন নগরী সানিয়ায় । এতে ৮০ হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। এক দিনে ২৬৩ জনের কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পরদিন শনিবার কর্তৃপক্ষ সানিয়া থেকে সব ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করেছে। খবর সিএনএন এর।

ভ্রমণকারীদের এখন সানিয়া ছাড়ার অনুমতি পেতে হলে সাত দিন ধরে পাঁচটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে চীনই একমাত্র ‘কোভিড জিরো’ নীতি অনুসরণ করছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, কোভিড মহামারির শুরু থেকে দেশটিতে ১৫ হাজারেরও কম মৃতু্যর রেকর্ড আছে।
তবে কোভিড ঠেকাতে দেশটির নেওয়া কঠোর বিধিনিষেধ এবং লকডাউনে অর্থনীতি নিয়ে উদ্বেগ আছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কর্তৃপক্ষ এমন এক সময়ে কড়াকড়ি আরোপ করল, যখন পর্যটনের মৌসুম চলছে। এই কড়াকড়ির মধ্যে সুপারমার্কেট-ফার্মেসি খোলা থাকলেও বিনোদনস্থলগুলো বন্ধ রয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype