
ইতিহাস৭১ ডেস্ক : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে হাসপাতালের উন্নয়নের কান্ডারী বিশিষ্ট শিল্পপতি নির্লোভ সমাজকর্মী চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিনের স্মরণে শোক সভা আজ ৬ আগস্ট ২২ ইং রোজ শনিবার ৫ টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
হাসপাতালের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ এমপি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলম, কিউ এম এস গ্রুপের চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান । এছাড়া হাসপাতালে পরিচালনা পর্ষদ , আজীবন সদস্যসহ বিশিষ্ট গুণীজনরা উপস্থিত থাকবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ।
হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোঃ মোরশেদ হোসেন বলেন, জীবদ্দশায় যারা মানুষের কল্যাণে কাজ করেন তাঁরা মৃত্যুর পরেও বেঁচে থাকেন নিজ কর্মের গুনে, সৈয়দ মুহাম্মদ নুরুদ্দিন তাদেরই একজন। যিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের অর্থে পরিচালিত মা ও শিশু হাসপাতালের উন্নয়নের বড় বড় মেগা প্রজেক্ট তৈরিতে একক কান্ডারী হিসেবে কাজ করে গেছেন যার অবদান অনস্বীকার্য।।
হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, সৈয়দ মোহাম্মদ নুরুদ্দীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তিনি ছিলেন প্রচার বিমুখ নির্লোভ সমাজকর্মী। জীবদ্দশায় মানুষের কল্যাণে যে কাজ করে গিয়েছেন তা মা ও শিশু হাসপাতাল পরিবার বর্গসহ নগরবাসী আজীবন স্মরণ রাখবেন ।।