বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম প্রবর্তক সংঘের নির্বাচন সম্পন্ন, বিজয়ীদের সাথে শ্রীশ্রী জম্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী সহ নেতৃবৃন্দ

 আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রবর্তক সংঘের নির্বাচন । শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে একটানা ৪টা পর্যন্ত চলে । সাদা ও সবুজ দলের প্যানেলে এই নির্বাচনে তিরিশ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতা করেন । সকাল থেকে দুদলের প্রার্থী এবং ভোটারদের মধ্যে প্রানচাঞ্চল্য লক্ষ্য করা যায় । সবার মুখে একই কথা ছিল এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার । প্রার্থীরা বলেছেন যারাই জয়লাভ করুক একে অপরের সাথে বন্ধুত্বসুলভ আচরন করে সহযোগীতা করবেন ।

কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনি মোতায়েন করা হয় । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ সুধীর বিকাশ দেব এতে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী ইতিহাস৭১টিভির উপদেষ্টা শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশএর কেন্দ্রীয় নেতা লায়ন সন্তোষ কুমার নন্দী সহ বিভিন্ন নেতৃবৃন্দ  । ভোট সুষ্টভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হয় ভোট গননা । এরপর বিজয়ীদের ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠন অভিনন্দিত করেন । এসময় এক উসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype