আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রবর্তক সংঘের নির্বাচন । শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে একটানা ৪টা পর্যন্ত চলে । সাদা ও সবুজ দলের প্যানেলে এই নির্বাচনে তিরিশ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতা করেন । সকাল থেকে দুদলের প্রার্থী এবং ভোটারদের মধ্যে প্রানচাঞ্চল্য লক্ষ্য করা যায় । সবার মুখে একই কথা ছিল এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার । প্রার্থীরা বলেছেন যারাই জয়লাভ করুক একে অপরের সাথে বন্ধুত্বসুলভ আচরন করে সহযোগীতা করবেন ।
কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনি মোতায়েন করা হয় । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ সুধীর বিকাশ দেব এতে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী ইতিহাস৭১টিভির উপদেষ্টা শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশএর কেন্দ্রীয় নেতা লায়ন সন্তোষ কুমার নন্দী সহ বিভিন্ন নেতৃবৃন্দ । ভোট সুষ্টভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হয় ভোট গননা । এরপর বিজয়ীদের ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠন অভিনন্দিত করেন । এসময় এক উসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয় ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.