আজ ভয়াল একুশে আগস্ট। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী আজ। জাতি শ্রদ্ধা চিত্তে দিবসটি পালন করছে। ২০০৪ সালে এই দিনে বিএনপি-জামাত জোট সরকারের সময়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নরকীয় গ্রেনেড হামলা চালানো হয়। সেদিন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে যান। তবে প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের পত্নী ও তৎকালীন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান ও অপর ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এছাড়াও এ হামলায় আরো ৪০০ জন আহত হয় আহতদের অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন তাঁদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা অনুষ্ঠান পালন করেছে।