
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল বিষয়টি জানানো হয়। এর আগে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তারের সভাপতিত্বে ডীন কমিটির এক সভা অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে ডীনদের সঙ্গে আলোচনা করেন এবং এ বিষয়ে ডীনরা একমত হন।