বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মাইজভান্ডারী দূরবীন বইটি মোড়ক উন্মোচন করছেন

গাউসিয়া হক মঞ্জিলে এক অনাড়ম্ব অনুষ্ঠানের মাধ্যমে আওলাদের রসুল (দঃ) এর মাজাহারে গাউসুল আজম ছানিয়ে অছি-এ গাউসুল আজম রাহাবারে আলম আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ) প্রকাশ মওলা হুজুর সাজ্জাদানশীনে দরবার গাউসুল আজম গাউসিয়া হক মঞ্জিল।

গীতিকার বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) রওজা শরীফের প্রাক্তন প্রধান খাদেম ও গবেষণা সহকারী মাইজভান্ডারী একাডেমি এস এম এম সেলিম উল্লাহ মাইজভান্ডারী। লায়ন বরুণ কুমার আচার্য‍্য বলাই এর প্রকাশিত মাইজভান্ডারী দূরবীন বইটি উৎর্সগ করছেন হযরত গাউসুল আজম মাইজভান্ডারী (ক.) সহ সকল আধ‍্যাত্মিক সাধকগণের পবিত্র যুগলপদে। বই উম্মোচনের সময় উপস্থিত ছিলেন লেখক মওলানা এস এম এম সেলিম উল্লাহ, প্রকাশক লায়ন বরুণ কুমার আচার্য‍্য বলাই, মোঃ মাসুদুল করিম, মোঃ বাবুল, মোঃ তামজি, মোঃ তাজু, মো. সাহাবুদ্দিন প্রমূখ। বইটি ১৫১ পৃষ্ঠা এবং মূল্য মাত্র ১০০.০০ টাকা। প্রাপ্তিস্থান সমূহ সাদেকনগর, সমিতিরহাট, মাইজভান্ডার দরবার শরীফ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype