
রাউজান আবুরখীল কেন্দ্রীয় বিহারের বিশিষ্ট উপাসক ও সমমনা ফাউন্ডেশন-এর আজীবন সদস্য প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্ট পরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে । ১০ই জুলাই ,রবিবার আবুরখীল কেন্দ্রীয় বিহারে বিহারের বিশিষ্ট উপাসক ও সমমনা ফাউন্ডেশন-এর আজীবন সদস্য সুধীর রঞ্জন বড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্ট পরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজ সোভিতানন্দ মহাথেরোর সভাপতিত্বে এবং তদন্ত-পরমানন্দ মাহাথেরো পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু সংঘগণ ধর্ম দেশনায় অংশগ্রহণ করেন।
উক্ত পূর্ণ্যানুষ্ঠানে আবুরখীলের কৃতি সন্তান ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, দানপতি অভয় কুমার বড়ুয়া রানা, সমমনা ফাউন্ডেশন এর সভাপতি সাধণ চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী বিধান বড়ুয়া, মিস কেমি বড়ুয়া, সাবেক প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া, আবুরখী অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদিব কুমার বড়ুয়া তপু,কাঞ্চন বড়ুয়া, সরকারি কর্মকর্তা অসীম কুমার বড়ুয়া মুকুল,নাট্য ব্যক্তিত্ব রূপায়ণ বড়ুয়া কাজল, আস্হা বাংলাদেশের সভাপতি বিজয় কুমার বাপ্পা এবং আবুরখীলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচশতাধিক দায়ক দায়িকা, উপাসক উপসিকা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়ার নির্বাণ সুখ কামনায় পরিবারের পক্ষ থেকে পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার ও পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য শ্রদ্ধাদান হস্তান্তর করা হয়। সবশেষে উপস্থিত সকলে জ্ঞাতিভোজনে অংশগ্রহণ করেন এ পূর্ণ্যানুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়াতের পুত্র বরণ বড়ুয়া বাবু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।