সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে

দুই বছর পর অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে। আজ বুধবার (২৯ জুন) থেকে এই কার্যক্রম শুরু হবে।

সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনলাইন বদলির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই বদলি কার্যক্রম বুধবার ১০টায় উদ্বোধন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমান বলেন, ‘এটাকে বদলি কার্যক্রম শুরু তা বলা যাবে না। তবে বদলি প্রক্রিয়ার শুরুর একটা অংশ (পাইলটিং) বলা যেতে পারে। অনলাইনে কিভাবে আবেদন দেবে, কিভাবে যাচাই-বাছাই হবে ডিজিটালি এই বিষয়টিই দেখা হবে। এখানে অনলাইনে বদলির সুবিধা-অসুবিধাগুলো আমরা দেখব। এরপর সারাদেশে উপজেলা পর্যায়ে বদলি চালু করব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype