
সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় পদ্মা সেতু ও প্রধানমন্ত্রীকে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এবং গানটি গেয়েছেন মমতাজ বেগম।
জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রথমে গেয়েছিলেন, ‘আমি আমার নেত্রী শেখ হাসিনার মতো একজন নেতার জন্য প্রার্থনা করি যিনি অতুলনীয়।
আলোচনার একপর্যায়ে মমতাজ বলেন, এখন নারীরা শাড়ি-গয়না চায় না। তখন তিনি গেয়েছিলেন, ‘গয়না চাই না, শাড়ি চাই না/ নৌকায় ভোট না দিলে বাপের বাড়ি যাবো।’
এরপর এই সংসদ সদস্য সাম্প্রতিক বিদেশ সফরের কথা উল্লেখ করলে সংসদে সবাই হেসে ওঠেন। সেই হাসিতে সামিল হন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মমতাজ বলেন, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে একটি মেয়ে আমার ‘পাংখা পাংখা’ গানে নাচছিল। অনুষ্ঠান শেষে মেয়েটি আমার সাথে সেলফি তুলতে এলে আমি জিজ্ঞেস করলাম সে নাচ শিখেছে কিনা। মেয়েটি আমাকে বলে, তুমি আমার বাবাকে চিনবে। তিনি আপনার সহকর্মী। আমি জানতে চাইলাম, কে? মেয়েটি জানায়, তার বাবা বিএনপির এমপি হারুনুর রশীদ।
বক্তৃতার শেষের দিকে বিরোধীরা মমতাজকে আরেকটি গান গাওয়ার অনুরোধ করেন। মমতাজ তখন বলল, আরে, তুমি শুনতে চাও, তুমি গান গাও না? এরপর তিনি গেয়েছিলেন, ‘প্রথমে শেখ হাসিনার সরকার ভেবেছিল পরিবহনের উন্নয়নে পদ্মা সেতু দরকার’।
এর আগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তব্যের শেষে কবি কামাল চৌধুরীর ‘পদ্ম সেতু’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন।
‘আমাদের গল্প এখন শেখ হাসিনার হাতে
ইতিহাস শেষ
বহু বছর পর আরেকটি বিজয় পার হচ্ছে
দ্রুত প্রবাহিত পদ্মা
নৌকা, ভাটিয়ালী, ফেরি, জাহাজের শিঙাড়া ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ‘