বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সমাজ সেবক উদয়ন বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন

সঞ্জয় বড়ুয়া মুন্না, রাউজান প্রতিনিধি  : রাউজান উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব গুজরা জ্ঞানাংকুর বিহারের ধার্মিক উপাসক পূর্ব আধার মানিক খ্যাতি পাড়া মানিক বিহারের,বিহারাধ্যক্ষ,খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সন্মানিত প্রধান উপদেষ্টা বাংলাদশে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান থানা শাখার সহ-সভাপতি শ্রীমৎ সুমনবংশ মহাথের মহোদয়ের জন্মদাতা পিতা উদয়ন বড়ুয়ার শেষকৃত্য নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ।

ভদন্ত সুখানন্দ ভিক্ষুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, পাহাড়তলী মহামুনি বিহারের অধ্যক্ষ রাজগুরু অভয়ান্দ মহাথের, রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভ‌‌দন্ত জ্ঞানবিরিয় মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, অধ্যাপক প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথের, বিদর্শন সাধক নন্দবংশ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত তিস্যানন্দ মহাথের, ভদন্ত দেবশ্রী মহাথের, ভদন্ত সুমিত্থানন্দ থের, বিবেকরাম বিহারের অধ্যক্ষ সুদেশক ভদন্ত পুর্নানন্দ থের, ভদন্ত সুমঙ্গল থের সহ পন্ডিত প্রবর ভিক্ষু সংঘ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাদর ক্লাবের সভাপতি বাবু কিরণ বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু অজয় বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু বিজয় বড়ুয়া, সুমন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, বিজয় বড়ুয়া, বোধিদত্ত বড়ুয়া, সঞ্জিত বড়ুয়া, জিকু বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন সাবেক ইউপি সদস্য বাবু মৃদুল কান্তি বড়ুয়া। কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের সন্তান ও খ্যাতিপাড়া মানিক বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমন বংশ মহাথের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype