
ইতিহাস ৭১ ডেস্ক : আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা এ পদে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের নিয়োগ কার্যকর হবে। বর্তমানে তিনি অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আব্দুর আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস ১৯৮৫ ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করেছেন রউফ তালুকদার। তিনি ২০১৮ সালের ১৮ জুলাই থেকে অর্থ সচিবের দায়িত্ব পালন করছেন।