শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জলাবদ্ধতায় দেবে গেছে আওয়ামী লীগ নেতার বাড়ীর দেয়াল ও ফ্লোর!

 নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় টানা বৃষ্টির পানিতে কুমুদগঞ্জ বাজারের তিনটি মহালে হাটু পানি পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম ও সংরক্ষিত ইউপি সদস্য রনু আক্তার বসত ঘরের ফ্লোর ও দেয়াল দেবে গেছে। গত রোববার বিকেলে সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। জলাব্ধতায় ঘরের ফ্লোর ধসে যাওয়ার ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ভুক্তভোগী। বাজারের ড্রেনেজ ব্যবস্থার সংকট নিরসনে গত ৪ মে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) একটি লিখিত অভিযোগও দাখিল করেণ ভুক্তভোগী আবুল কাশেম।
পানি জমে থাকা তিনটি মহাল হলো পান মহাল,গরুর হাট,ডাইলা-কুলা মহাল। খোঁজ নিয়ে জানা গেছে, বাকলজোড়া ইউনিয়নের প্রাচীন একটি বাজার কুমুদগঞ্জ। এটি প্রতি বছর সরকার ইজারা দিয়ে থাকে। বাজারের দক্ষিণাংশে একটি আধুনিক মানের মসজিদ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বাজারের ওই তিনটি মহালে পানি জমে যায়। এক সময় পানি নিষ্কাশনের জায়গা ছিল। সম্প্রতি সরকারী খাস জায়গা বিভিন্ন ব্যক্তি মহল দখলে নিয়ে বাড়ি-ঘর নির্মাণ করে ফেলে।
এমনকি নিজেদের মতো করে অনেকেই খাস জায়গা দখলের মহোৎসব চালাচ্ছে। কেউ মানছে না কারো কথা। ফলে বাজারে লেগে থাকছে জলাবদ্ধতা। ওই পানিতে বাজার ঘেঁষা বসতিদের নানামূখি দূর্ভোগের শিকার হতে দেখা গেছে। কারও বাসার সামনে ময়লা পানি। বাজারে জমাটবদ্ধ পানি চলাচল বিঘ্ন ঘটায় ওই ইউপি সদস্যের বাড়ির পেঁছন ও দক্ষিণ অংশে ব্যাপক জলাবদ্ধতা তৈরী হয়েছে। ধসে পড়ার উপক্রম দেয়াল ও ঘরের মেঝের দক্ষিণ অংশে বিশাল ফাটলও দেখা গেছে। বাজারে জমে থাকা বৃষ্টির পানি মসজিদ সংলগ্ন সরকারি পুকুরে পাইপের মাধ্যমে স্থানান্তর করা হতো।
এটি নিরসনে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান,ইউএনও মহোদয়ের দারস্থ হয়েছেন ভুক্তভোগী আ.লীগ নেতা আবুল কাশেম। স্থানীয় ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী তালুকদার বলেন,বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংকটে কাজ করছি। আ.লীগ নেতা আবুল কাশেমের বাড়ীর জলাবদ্ধতা নিরসনে বিকল্প পথ খোঁজা হচ্ছে। উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ড্রেন নির্মাণের জন্য ইতিমধ্যে উপজেলা প্রকোশলী ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বাজারের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করা হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype