রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল ফায়ার সার্ভিস। কিন্তু রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সীতাকুণ্ডের পুরো এলাকার পাশাপাশি হাটহাজারী, রাউজান ও মীরসরাইয়ের অনেক এলাকা কেঁপে ওঠে। অনেক উপরে উঠে যায় কন্টেইনারসহ নানা পণ্য। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বিশাল কন্টেইনার ডিপোর পাশাপাশি সন্নিকটস্থ দুটি বাড়িতেও আগুনের বিস্তার ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সীতাকুণ্ডের কাশেম জুট মিল সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় বিস্ফোরণের শব্দ এত তীব্র হয় যে, তাতে বাড়িঘর এবং মসজিদের জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘটনায় পুরো এলাকায় তীব্র আতংক দেখা দেয়। অনেকেই বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকেন। পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল তুহিনের পা বিচ্ছিন্নসহ আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোতাহার হোসেন ও শিল্প পুলিশের একাধিক সদস্যসহ নয়জন আহত হয়েছেন। ঘটনার পর ডিপোর ভিতরে রক্তাক্ত মানুষের আহাজারি শুরু হয়।
ফায়ার সার্ভিসের ১০ জনের মতো কর্মি আহত হন। ডিপোর অনেক শ্রমিক-কর্মচারী এবং আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে এগিয়ে যাওয়া স্বেচ্ছাসেবকদের অনেকেই আহত হন। আগুনের লেলিহান শিখা এত ব্যাপক আকার ধারণ করে যে, ফায়ার সার্ভিসের পক্ষেও কাজ করা কঠিন হয়ে উঠছিল। সাধারণ মানুষ দূর থেকে আহাজারি করলেও আগুন নিভানো কিংবা হতাহতদের উদ্ধারে কাছে যেতে পারছিলেন না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিএম ডিপো থেকে দলে দলে আহতদের এনে রাস্তায় বিভিন্ন গাড়িতে তুলে দেয়া হচ্ছিল। অনেক অ্যাম্বুলেন্স আহতদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসে। এছাড়াও সীতাকুণ্ডের সরকারি-বেসরকারি সব অ্যাম্বুলেন্স ও চট্টগ্রাম শহর থেকে অ্যাম্বুলেন্স গিয়ে অগ্নিদগ্ধদের হাসপাতালে নিয়ে আসে। ভাটিয়ারীতে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের হাসপাতাল এবং ভাটিয়ারী মুক্তিযোদ্ধা হাসপাতালেও বেশ কিছু অগ্নিদগ্ধকে চিকিৎসা দেয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাশেম জুট মিলস এলাকায় ছোপ ছোপ রক্তের দাগ পড়ে গেছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা বিভিন্ন যানবাহনের গতিরোধ করে আহতদের হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালেও গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক ছাড়াও বিভিন্ন সংগঠনের সহস্রাধিক স্বেচ্ছাসেবক আহতদের নানাভাবে সাহায্য করতে নিয়োজিত রয়েছেন। চমেক হাসপাতালে আহতদের জন্য জরুরী ভিত্তিতে ঔষধ ও রক্তের প্রয়োজন। সেই ঔষধ ও রক্তের ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবক ও আহতদের স্বজনরা।
বিএম কন্টেইনার ডিপোর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা সবাই নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদ মাধ্যমকে বলেন, হাইড্রোজেন পার অক্সাইড থেকে আগুনের সূত্রপাত। প্রচুর কন্টেইনার রয়েছে ডিপোতে। এর মধ্যে কোথায় আগুন লেগেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা মুশকিল।’ ডিপোর ভিতরে প্রচুর লোক কাজ করে উল্লেখ করে কর্মকর্তারা বলেন, ডিপোর বিশাল কর্মি বাহিনীর পাশাপাশি শত শত ট্রাক, কাভার্ড ভ্যানের চালক-সহকারীও ভিতরে থাকেন। ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এদের অনেকেই আগুন দেখতে বা নিভাতে ওখানে ভিড় করেন। বিস্ফোরণের পর এদের অনেকেই হতাহত হয়েছেন বলে আশঙ্কা হচ্ছে।
এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় বিএম কন্টেনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেছেন, ‘হতাহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান করা হবে। তারা নিয়মিত বেতন পাবেন। তাদের পরিবারের দায়িত্বও আমাদের। সকল কর্মিই আমাদের পরিবারের সদস্য হিসেবে যতটুকু করা দরকার, তার সবটুকুই করা হবে। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে সারাজীবন হতাহতদের পাশে থাকব। যারা মারা গেছেন, তাদের পরিবার সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবেন, প্রয়োজনে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবো। যারা মারা গেছেন তাদের পরিবার নিয়মিত বেতন পাবে। এককালীন ক্ষতিপূরণও দেবো। আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তারাও এককালীন অর্থ সহায়তার পাশাপাশি নিয়মিত বেতন পাবেন। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। এছাড়াও প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দিবে, সেভাবেই সহায়তা করা হবে। তিনি বলেন, ‘কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে কেমিক্যালের কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।’ তিনি দুর্ঘটনার ব্যাপারটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। অপরদিকে, সীতাকুণ্ড বিএম কন্টেইনার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে চমেক হাসাপতাল কর্তৃপক্ষ। শনিবার রাতের শিফটে যেসব ইন্টার্ন চিকিৎসকের ছুটি ছিল, তা বাতিল করা হয়।
এছাড়াও মেডিকেলের স্টোর খুলে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ নিয়ে আসা হয় হাসপাতালের বিভিন্ন ইউনিটে। এ বিষয়ে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত বলেন, ‘ডাক্তার, নার্সসহ অন্যান্য যারা রাতের ডিউটিতে ছিলেন না তারাও হাসপাতালে এসে যোগ দিয়েছেন। হাসপাতালের স্টোর খুলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণ নিয়ে আসা হয়েছে। চিকিৎসার যাতে ব্যাঘাত না ঘটে, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।’ চমেক হাসপাতালের জরুরী বিভাগে এসে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী চট্টগ্রামের সব চিকিৎসককে চমেক হাসপাতালে এস রোগীর চিকিৎসা কাজে নিয়োজিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চমেক হাসপাতালের ইমারর্জেন্সি থেকে বার্ন ইউনিট, সার্জারিসহ অন্যান্য ইউনিটগুলোতে ভর্তি হয়েছেন শত শত আহত রোগী। পাশাপাশি হতাহতদের ঘিরে হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একদিকে এত আহত রোগীর চাপ ও অন্যদিকে শত শত স্বজনদের ভিড়ে চিকিৎকসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবুও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চমেক হাসপাতালের একাধিক চিকিৎসক।