
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রতিষ্ঠিত আবুরখীল জনকল্যাণ সংগীত বিদ্যা নিকেতনের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মী,নাট্যজন প্রয়াত ডাঃ সুজিত কুমার বড়ুয়ার স্বরণ-সম্মাননা অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।২রা মে (সোমবার) আয়োজিত অনুষ্ঠানে সংগীত শিক্ষক অধ্যক্ষ হীরাধন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব প্রসেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া।
উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি বিশ্বজিত বড়ুয়া,স্বাগত বক্তব্য রাখেন আবুরখীল কেন্দ্রীয় বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বরণ বড়ুয়া।
অলকেশ বড়ুয়া তপু ও সাংবাদিক জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেবাশীষ বড়ুয়া ত্রিদীপ (সি.এ),আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি অভয় কুমার বড়ুয়া রানা,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা ও ব্যবস্থাপনা পরিষদের বোর্ড সদস্য লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান,দক্ষিণ ঢাকাখালী সমাজ উন্নয়ন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুপায়ন বড়ুয়া কাজল,লেখক ও গবেষক কবি বিশ্বজিৎ বড়ুয়া,দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির সভাপতি সত্যজি বড়ুয়া,নাট্য ব্যক্তিত্ব স্বদেশ বড়ুয়া খুলু,দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন আবুরখীল কেন্দ্রেীয বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বরন বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দিপন বড়ুয়া,প্রাক্তন খেলোয়াড় অপু বড়ুয়া, ডাক্তার সজল দাশ আবুরখীল জনকল্যাণ সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক ব্যাংক কমকর্তা মিস রুমা বড়ুয়া,সাংবাদিক রতন বড়ুয়া,সংগঠক সনজয় বড়ুয়া,ইউপি সদস্য জয়া রানী বড়ুয়া,ইউপি সদস্য তাপস বড়ুয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।