শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

একরামুল ও পেয়ারার সংসারে দশবছর পর সন্তান , মা ও শিশু হাসপাতালের সবার প্রতি কৃতজ্ঞতা

অপেক্ষার পর অপেক্ষা কখন একটা ফুটফুটে সন্তান আসবে কোলে । দীর্ঘ বছর সাধনার পর  একরামুল ও পেয়ারা বেগমের দশবছর পর সন্তান লাভ , যেন খুব খুশী চট্টগ্রামের মিরসরাইয়ের এই গরীব দম্পাতি । আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে  দীর্ঘ দশবছর পর সন্তানের পিতা মাতা হলেন একরামুল ও পেয়ারা বেগম । দিনমজুর এই দম্পতি গত ১২ই এপ্রিল ২০২২ আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয় । নবজাতকের পিতা একরামুল জানান দৈনিক সাঙ্গু পত্রিকার এক সিনিয়র সাংবাদিকের রেফারেন্সে এবং এই হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর আন্তরিকতায় আমার স্ত্রীকে নিয়ে ভর্তি হই । এরপর থেকে মহানুভব ব্যাাক্তি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী সার্বক্ষনিক খবরা খবর নিয়েছেন এবং সাহস দিয়েছেন । একরামুল বলেন আমি গরীব মানুষ এলাকার বিত্তশালী মানুষদের থেকে আর্থিক সহযোগীতা নিয়ে এই হাসপাতালের প্রাপ্য বিল পরিশোধ করি । হাসপাতাল কতৃপক্ষ আমার দুরাবস্থা দেখে মোট বিল থেকে কমিয়ে দেন । এই জন্য হাসপাতাল কতৃপক্ষ ও ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন একরামুল ও তার স্ত্রী পেয়ারা বেগম ।
এদিকে হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন মা ও শিশু হাসপাতাল সবসময় রোগীদের সঠিক সেবা এবং সুন্দর পরিবেশে সেবা দিয়ে থাকেন । গরীব ও অসহায় মানুষদের যতটুকু সম্ভব সহযোগীতা করার চেষ্টা করেন । তিনি বলেন করোনা কালীন সময়ে যেখানে মা বাবাকে ফেলে রেখে সন্তান চলে গেছে, কিম্বা নিকটাত্মিয়দের কাছে পর্যন্ত যেতে সাহস করেনি কউ সেই  করোনা রোগীদের যে সেবা ডাক্তার , নার্স ও হাসপাতালের সংশ্লিষ্ট সবাই দিয়ে গেছেন তা সত্যিই প্রশংসনীয় ।
তিনি বলেন ব্যাক্তিগত ভাবে আমিও সার্বক্ষনিক এই করোনা ওয়ার্ডের খবরা খবর নিয়েছি  । আজ এই গরীব দম্পাতি যে দশ বছর পর তাদের কোল জুড়ে ফুটফুটে সন্তান নিয়ে তাদের বাড়ি চলে যেতে পারছেন তা শুধু সত্যিই আল্লাহতালার দোয়া ও এই মা ও শিশু হাসপাতালের ডাক্তার নার্স থেকে শুরু করেন সবার আন্তরিক চেষ্টার ফসল । এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস৭১.টিভির প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার দিলু বড়ুয়া জয়িতা ও ওয়ার্ডের ডাক্তার, নার্স উপস্থিত ছিলেন ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype