ডেক্স রিপোর্ট
গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব এস এম মোস্তাইন হোসেন বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে
২৫/০৭/২০২০ খ্রিঃ ১৮:২৫ ঘটিকায় চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ পশ্চিম নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা পূর্বক গাড়ির কাগজপত্র সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে গাড়ির নম্বর প্লেট, ইঞ্জিন ও চ্যাসিস নং খুদাই করে অসৎ উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করাকালে ২টি পিকআপ ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ মোঃ নাছির উদ্দিন প্রকাশ রনি (৩২), মোঃ জহির উদ্দিন (৪৫) ও মোঃ নুরুজ্জামান (২২)’দের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।