নিজস্ব প্রতিবেদক
আজ ২৬ জুলাই সিটি মেয়র চসিক পরিচালিত পাথরঘাটা রবীন্দ্র নজরুল সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, পশ্চিম মাদার বাড়ি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, পশ্চিম মাদার বাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, চসিক প্রধান প্রকৌশলী লে কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহি প্রকৌশলী বিপ্লব দাশ,সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরী, হরিজন সম্প্রদায় উপদেষ্টা দিলাবর দাশ, সভাপতি বিষ্ণু দাশ,সাধারন সম্পাদক রঘু দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এরপর মেয়র মাদার বাড়ি সেবক কলোনির পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ কাজ উদ্বোধন করেন ।