
প্রগতিশীল মানবতাবাদী সংগঠন বুড্ডিস্ট সংগঠন এর অভিষেক অনুষ্ঠান শুক্রবার চট্টগ্রাম মহানগরের সিএন্ডবি আনন্দ বিহারে প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ।
এ উপলক্ষে সংবর্ধনা, বৈকালিক সংঘদান, অষ্টপরিস্কার সহ সংঘদান সাধারন সভা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর উত্তম বড়ুয়ার সভাপতিত্বে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্প্রতি একুশে পদক প্রাপ্ত সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মহাপরিনির্বান বুড্ডিস্ট সংগঠন এর প্রধান সমন্বয়কারী ভদন্ত জ্যোতিনন্দ ভিক্ষু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত দয়ানন্দ স্থবীর,ভদন্ত আর্যশ্রী থের ,বোধিশ্রী থের , নারী উদ্যোক্তা ইতিহাস৭১. টিভি ও নাগরিক দর্পনের প্রকাশক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুুয়া জয়িতা , যুবনেতা প্রকৌশলী ঝুলেন বড়ুয়া ।