
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া।
বক্তব্য দেন জেলা ও মহানগরের মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাহেদ মুরাদ সাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল হোসেন রিজভী, নুরুল হুদা চৌধুরী, রমিজ উদ্দিন, শফিকুর রহমান, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, আবসারুল হক, ফারজানা মিলা, কোহিনূর আকতার, সোহেল ইকবাল, শীলা চৌধুরী, আশরাফ খান, ইকবাল করিম, প্রকৌশলী দিলু বড়ুয়া, আঁচল চক্রবর্তী, ফয়সাল বাদশা, চৈতী বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব। বাঙালি জাতির চেতনার ধমনিতে প্রবাহিত শুদ্ধতম নাম শেখ মুজিব। তিনি চিরন্তন, চিরঞ্জীব; বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে তিনি অবিনাশী চেতনা। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আবহমান বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ।